“পরিসংখ্যান” একটি বিষয়ের নাম হলেও বর্তমানে এর ব্যবহার ব্যাপক। মূলত ডেটা সায়েন্স,ডেটা এনালিস্ট,মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স প্রায় প্রতিটি জায়গায় ই এর ব্যাপক ব্যবহার দেখা যায়। কোনো ডেটাকে এনালাইসিস থেকে শুরু করে ডেটার উপর ভিত্তি করে কোনো প্রেডিকশন করা সবই রয়েছে এই পরিসংখ্যানের মাঝে।যেমন ধরি,আগামীকাল বৃষ্টি হবে নাকি রোদ থাকবে এইধরনের Weather Forecasting থেকে শুরু করে বাজারে কোন প্রোডাক্ট এর চাহিদা কেমন থাকবে সবই যেনো পরিসংখ্যানের হাতে। শুধু তাই নয়,ক্যান্সার থেকে শুরু করে হার্ট এর রোগ প্রেডিকশনেও যেনো পরিসংখ্যান ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *